ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাসের চাপায় হাত হারানো মামলার দুই আসামি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
বাসের চাপায় হাত হারানো মামলার দুই আসামি রিমান্ডে আদালতে আসামিরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর মামলায় দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক অহেদ আলী (৩৫) এবং স্বজন বাসের চালক মো. খোরশেদ (৫০)।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালত এ আদেশ দেন।

এর আগে ড্রাইভার অহেদ আলী ও খোরশেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের তিনদিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আফতাব আলী। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওযের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে একটি বিআরটিসি বাস ও স্বজন বাসের পাল্লাপাল্লিতে দুই বাসের চিপায় পড়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের চাত্র রাজিব হোসেন।

এ ঘটনায় গত ৪ এপ্রিল দুই বাস চালক‌কে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।