ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের অবকাশে বসছেন যে সব বেঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
সুপ্রিম কোর্টের অবকাশে বসছেন যে সব বেঞ্চ

ঢাকা: ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে চেম্বার বিচারপতি হিসেবে মনোনীত করেছেন।

চেম্বার আদালতে তিনি শুনানি  গ্রহণ করবেন ১৮, ২৪ ও ৩০ এপ্রিল বেলা ১১টা থেকে।

হাইকোর্ট বিভাগে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম মজিবুর রহমান ফৌজদারি বিষয়ে ১৬, ১৭, ১৮, ২৩, ২৪, ২৫ ও ৩০ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি মো. সেলিম দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন ১৫, ১৬, ২৪ ও ২৫ এপ্রিল।

বিচারপতি মো. রেজাউল হাসান ১৫ ও ২২ এপ্রিল দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

১৬, ১৭, ১৮, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল রিট বিষয়ে শুনানি গ্রহণ করবেন বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি মো. ইকবাল কবির।

ফৌজদারি বিষয়ে ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. সোহরাওয়ারদী ফৌজদারি বিষয়ে ১৬, ১৭, ১৮, ২৩ ও ২৫ এপ্রিল শুনানি গ্রহণ করবেন।

রিট বিষয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল শুনানি গ্রহণ করবেন ১৫, ১৬, ১৮, ২২, ২৩, ২৪, ২৫ এপ্রিল ও  ৩ মে।

বিচারপতি মো. খসরুজ্জামান ফৌজদারি বিষয়ে ১৫, ১৬, ১৭, ২২, ২৩, ২৪ এপ্রিল শুনানি গ্রহণ করবেন ফৌজদারি বিষয়ে।

১৬, ১৭, ২৩ ও ২৪ এপ্রিল ফৌজদারি বিষয়ে বিচারপতি কেএম কামরুল কাদের শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন ১৫, ১৬,১৭,২৪,২৫, ২৬ এপ্রিল ও ৩ মে।

বিচারপতি মো. বদরুজ্জামান ১৬, ১৭, ২৩ ও ২৪ এপ্রিল দেওয়ানি শুনানি গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।