ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাছ শিকার করার দায়ে নড়িয়ায় ৩৯ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মাছ শিকার করার দায়ে নড়িয়ায় ৩৯ জেলের জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ৩৯ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন এ জরিমানা করেন।

এর আগে ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা প্রশাসন।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকার মধ্যে মার্চ থেকে এপ্রিল দুই মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ।

সোমবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে ৩টি মাছ ধরার ট্রলার ও ২০০ কেজি জাটকাসহ ৩৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত নৌকা ৩টি ১ লাখ টাকা নিলামে বিক্রি এবং জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।