ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

আদালতের গেট বন্ধ করে আইনজীবীদের মারধরের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আদালতের গেট বন্ধ করে আইনজীবীদের মারধরের অভিযোগ আদালত প্রাঙ্গণে অাইনজীবীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের গেট বন্ধ করে আইনজীবীদের মারধরের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ ঘটনা ঘটে।

ঢাকা বারের সাধারণ সম্পাদক ও আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমার মামুন জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এক আসামি।

আদালতের বিচারক আতিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় ওই আসামির আইনজীবী জামিনের আবেদন ফিরিয়ে নেওয়ার (টেক ব্যাক) জন্য আবেদন করেন। আদালত তাও নামঞ্জুর করেন। এ নিয়ে বিচারকের উপস্থিতিতেই আইনজীবী ও আদালতের স্টাফদের (পেশকার ও পিওন) সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।  

পরে বিচারক চলে গেলে আদালতের স্টাফরা আইনজীবীদের মারধর করেন।

এঘটনায় আইনজীবীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সব আদালত বর্জন করার ঘোষণা দেন।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।