ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সামিট 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সামিট  ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সামিট। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সামিট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) রাজধানীর হোটেল পূর্বানীতে এই সামিটের উদ্বোবন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ মেডিয়েশন সোসাইটি (বিমস)।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামিট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এয়ার কমোডর(অব) এম ওবায়দুর রহমান। ইন্টারন্যাশনাল মেডিয়েটর কেএস শর্মার পরিচালনায় বক্তব্য রাখেন, মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ইন্টারন্যাশনাল আরবিট্রেটর্স ইনবাভিজান, কম্বোডিয়া সরকারের প্রতিনিধি হুও ভিয়েসনা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির রিজওনাল ডিরেক্টর ইরাম মজিদ।

সামিটে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হরিদাস পাল,ইন্টারন্যাশনাল মেডিয়েটর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেভিন ব্রাউন, ভারতের জাতীয় ইন্দিরা গান্ধী পুরষ্কারপ্রাপ্ত ও ইন্টারন্যাশনাল মেডিয়েশন ট্রেইনার পিভি রাজা গোপাল, ইন্টারন্যাশনাল ট্রেইনার অন সলিডারিটি জিল কার্ল হারিস, ইন্ডিয়া ইনস্টিটিউট অব আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশনের সভাপতি অনিল জাভিয়ার।

এ সময় সোসাইটির প্রতিষ্ঠাতা সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, ‌'গত ৩১ মে সংগঠনটি প্রতিষ্ঠার আত্মপ্রকাশ হয়। আর এক বছরের মাথায় এটি একটি আন্তর্জাতিক কনফারেন্স করছে। ইতোমধ্যে কয়েকটি কর্মশালাও করেছে। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো ১ জুন থেকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে “পিপলস মেডিয়েশন সেন্টার” প্রতিষ্ঠা করতে চলেছি। এর ফলে গ্রামীণ সাধারণ জনগণ মেডিয়েশন সম্পর্কে সম্যক ধারণা পেতে পারবে ও সম্প্রীতির মাধ্যমে সব পর্যায়ে নিজেদের বিরোধ নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। ‘মেডিয়েশনের মধ্যেই বর্তমান বিচার পদ্ধতির ভবিষ্যত নির্ভর করছে। এজন্য মেধাবী আইনজীবী ও বিচারকদের আত্মসম্পর্ক এবং জনগণের সঙ্গে মেডিয়েটরদের মতবিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রয়োজন। ’

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ৩১ মে, ২০১৮
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।