ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

নতুন অর্থ বছরে সুপ্রিম কোর্টে ২৩টি এজলাস-চেম্বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ৭, ২০১৮
নতুন অর্থ বছরে সুপ্রিম কোর্টে ২৩টি এজলাস-চেম্বার

ঢাকা: নতুন ২০১৮-১৯ অর্থবছরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩টি এবং হাইকোর্ট বিভাগে ২০টি নতুন এজলাস বা কোর্টসহ চেম্বার নির্মাণ/সংস্কার করা হবে।

২০১৮-১৯ সালের বাৎসরিক বাজেটে এটি বাস্তবায়নের কথা বলা হয়েছে।  
 
২০১৭-১৮ অর্থ বছরে সুপ্রিম কোর্টে উল্লেখযোগ্য যেসব প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেগুলো হলো- আপিল বিভাগে ৩টি এবং হাইকোর্ট বিভাগে ২০টি নতুন এজলাস/কোর্টসহ চেম্বার নির্মাণ/সংস্কার, জাজেস লাইব্রেরিকে ডিজিটালে রূপান্তর, সুপ্রিম কোর্টের জন্য একটি স্বতন্ত্র বাজেট অনুবিভাগ প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্টের ডাটা সেন্টার, সার্ভার ও লোকাল এরিয়া নেটওয়ার্ক সংস্কার করা হবে।

 
 
বৃহস্পতিবার (০৭ জুন) দুপুরে বড় আকাঙ্খা ও নির্বাচনী বছরে মানুষকে আয়-ব্যয়ের স্বস্তি দেয়ার চ্যালেঞ্জ সামনে নিয়ে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।