ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল ২ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৮
ময়মনসিংহে পুলিশ কনস্টেবল ২ দিনের রিমান্ডে

ময়মনসিংহ: ময়মনসিংহে গ্রেফতার হওয়া আলামিন নামে এক পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১০ জুন) দুপুরে সদর আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (০৮ জুন) দিবাগত রাতে নগরীর পুলিশ লাইন্স উত্তরা বেড়িবাঁধ এলাকায় পুলিশের সোর্স মোতালেবের বাসায় অভিযান চালানো হয়। এ সময় পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে এর সঙ্গে সংশ্লিষ্ট থাকায় শনিবার সন্ধ্যায় পুলিশ কনস্টেবল আলামিনকে আটক করা হয়।  রোববার দুপুরে তাকে ১ নম্বর সদর আদালতে হাজির করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলেও জানান এসএ নেওয়াজী।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।