ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

না'গঞ্জে শিশুকে ধর্ষণ-হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
না'গঞ্জে শিশুকে ধর্ষণ-হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ১০ বছরের শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ১৫ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১১ জুন) সকাল পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।  

নিহত শিশু খাদিজা ফতুল্লার আলীরটেক এলাকায় আলী আকবরের মেয়ে।

 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত। রায় ঘোষণার সময় তারা আদালতের উপস্থিত ছিলেন না।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রকিবউদ্দিন বাংলানিউজকে জানান, চার আসামির অনুপস্থিতিতে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

২০০৩ সালের ১৩ জানুয়ারির সন্ধ্যায় আলীরটেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আসামিরা। খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষাক্ষেতে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। পরদিন সকালে মরদেহ খুঁজে পায় খাদিজার স্বজনেরা।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।