ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

কোটা আন্দোলনকারীদের জামিন আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
কোটা আন্দোলনকারীদের জামিন আবেদন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। ফাইল ফটো

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ গ্রেফতার ছয়জনের জামিনের জন্য আবেদন করা হয়েছে।

সোমবার (৩০ জুলাই) সকালে আসামিদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জায়েদুর রহমান মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস জামিন শুনানির জন্য আগামি ২৭ আগস্ট দিন ধার্য করেছেন।

জামিন আবেদনের অপর আসামিরা হলেন- তরিকুল ইসলাম, ফারুক হোসেন, জসিম উদ্দিন, মশিউর রহমান ও সোহেল।

নাশকতা সৃষ্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি ভাঙচুর ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করার মামলায় তাদের এ জামিনের আবেদন করা হয়। তবে আসামিদের মধ্যে সবাই সব মামলার আসামি নন।

আসামি তরিকুলের বিরুদ্ধে একটি, জসিমের বিরুদ্ধে তিনটি এবং অন্যান্যরা দুই মামলার আসামি।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৮ এপ্রিল ঢাবি ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে একটি মামলা করেন। এছাড়া আন্দোলনের সময় রাস্তা বন্ধ করে আগুন জ্বালানো, নাশকতা, পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় অপর একটি মামলা করা হয়।

আরেকটি মামলাটি করা হয় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে।  

গত ১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয় বাদী হয়ে এ মামলাটি করেন।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।