ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রবাসে হয়রানির শিকার কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
প্রবাসে হয়রানির শিকার কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

ঢাকা: সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কতজন কর্মী গেছেন, কতজন ফিরে এসেছেন এবং কতজন শারীরিক ও যৌন হয়রানির শিকার হয়েছেন, এক মাসের মধ্যে তার একটি তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৩১ জুলাই) রুলসহ এই আদেশ দেন।
  
প্রবাসীকল্যাণ সচিব, পররাষ্ট্রসচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান, বায়রার সভাপতি-সেক্রেটারিকে আদালতের এ আদেশ পালন করতে হবে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে আইনজীবী মাহফুজুর রহমান নিজেই শুনানি করেন।

রুলে সৌদি আরবসহ বিশ্বের অন্য দেশে বাংলাদেশের যেসব নারী কর্মী ক্ষতিগ্রস্ত ও যৌন হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন-প্রত্যাবাসনে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৩১,২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।