ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোর: নাটোরের লালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মিনারুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

মঙ্গলবার (০৭ আগস্ট) দুপুর দুইটার সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিনারুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের আজেদ সরকারের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ২৪ জানুয়ারি লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় শ্বশুরবাড়িতে আসেন মিনারুল ইসলাম। ওইদিন পারিবারিক কলহের জের ধরে মিনারুল তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।  

এ ঘটনায় নিহত সুমির বড়ভাই সুমন হোসেন বাদী হয়ে মিনারুলের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন।  

তদন্ত শেষে পুলিশ মিনারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।