ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদের গেজেটে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদের গেজেটে নিষেধাজ্ঞা

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশন, কমিশন সচিব ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৭ আগস্ট) বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মহি উদ্দিন শামীমের নেতৃত্বে গঠিত বেঞ্চের এ আদেশ। একইসঙ্গে এ ওয়ার্ডের নির্বাচন নিয়ে ৩১ জুলাই কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাবুলের দেওয়া আবেদন সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার কার্যক্রম কেনো বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল জারি করা হয়েছে।


 
সিসিক নির্বাচনে ৯নং ওয়ার্ডের পাঠানটুলা হাইস্কুল কেন্দ্র ও এতিমখানা স্কুল কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে ৩১ জুলাই রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ওই আবেদনে তিনি দু’টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আবেদনের কোনো সাড়া না পেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিটপিটিশন (নং ১০৪০৫/২০১৮) করেন বাবুল। এতে নির্বাচন কমিশন, কমিশন সচিব ও নির্বাচনে রিটানিং কর্মকর্তা উপ নির্বাচন কমিশনার সিলেটকে বিবাদী করেন তিনি।
 
এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ নজরুল ইসলাম বাবুলের আবেদনের নিস্পত্তি না হওয়া পর্যন্ত কাউন্সিলর পদে গেজেট প্রকাশ না করতে সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাবুলের দেওয়া আবেদন সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার কার্যক্রম কেনো বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুলও জারি করেন।
 
বাবুলের পক্ষে রিট শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান সেলিম বাংলানিউজকে বলেন, উচ্চ আদালতের গঠিত বেঞ্চ সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ছাড়াও নির্বাচন কমিশন, কমিশন সচিব ও সিলেটের জেলা প্রশাসককে এ আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।