ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে ৭ দিনে ৫৭১ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
সিরাজগঞ্জে ৭ দিনে ৫৭১ মামলা

সিরাজগঞ্জ: ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত ৭ দিনের অভিযানে সিরাজগঞ্জে ৫৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ১২০টি যানবাহন। এসব যানবাহনের অধিকাংশই মোটরসাইকেল। 

রোববার (১২ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ।  

তিনি বলেন, গত ৫ আগস্ট ট্রাফিক সপ্তাহ শুরুর দিন থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন প্রকার যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোট ৫৭১টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে রেজিস্ট্রেশন-ফিটনেস ও অন্যান্য কাগজপত্র না থাকায় ৩৬০টি যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ২১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১২০টি যানবাহন আটক রয়েছে।  

তিনি আরও বলেন, বৈধ কাগজপত্রবিহীন যানবাহন ও চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।