ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
বরিশালে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

বরিশাল: বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ সেপ্টেম্বর) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত গণেশ হালাদার বাকেরগঞ্জের চরগোমা এলাকার বাসিন্দা কালাচান হালদারের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে লাহার হাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ এর একটি দল। এসময় ইঞ্জিন চালিত একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৪১ কেজি গাঁজা, ১০৮ বোতল ফেন্সিডিল ও ১০৫ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ৩১ জুলাই বন্দর থানায় একটি মামলা দায়ের করেন ডিএডি শাহজাহান মিয়া। একই বছরের ১০ সেপ্টেম্বর গণেশ হালাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৯ জনের সাক্ষী গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামির অনুপস্থিতিতে গাঁজা রাখার দায়ে যাবজ্জীবন ও ফেন্সিডিল রাখার দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।