ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ভান্ডারিয়ায় মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ভান্ডারিয়ায় মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে ফারজানা বেগম (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (১৪ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।  

ফারজানা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নলবুনিয়া গ্রামের মো. বাদল শরীফের স্ত্রী।


  
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামে অভিযান চালায়। অভিযানে ৫৫০টি ইয়াবাসহ ফারজানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায়  ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় ফারাজানাকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ১২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল হাওলাদার পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ফরাজানাকে কারাদণ্ড ও জরিমানা করেন। অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় ফরাজানা অনুপস্থিত ছিলেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।