ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে নির্দেশ

ঢাকা: ববি হাজ্জাজের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার ২১ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এ রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী রাসনা ইমাম।

ববি হাজ্জাজ এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ জুলাই দুই সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট।

ওইদিন ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন যে চিঠি দিয়ে নিবন্ধন বাতিল করেছে, সেই চিঠিতে বলা হয়েছে, যেভাবে গঠনতন্ত্র সংশোধন করার কথা সেভাবে করা হয়নি। এ কারনে নিবন্ধন বাতিল করা হয়েছে। কিন্তু কিভাবে গঠনতন্ত্র সংশোধন করা হবে সেটি চিঠিতে বলা হয়নি। রিটের পর শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

ওই রুলের শুনানি শেষে ১৬ অক্টোবর রায়ের জন্য ২১ অক্টোবর দিন ঠিক করেছিলেন। ২০১৭ সালের ২৪ এপ্রিল রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২১,২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।