ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে সমাবেশ করতে না দেয়ায় হাইকোর্টে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সিলেটে সমাবেশ করতে না দেয়ায় হাইকোর্টে ঐক্যফ্রন্ট ...

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশ করতে না দেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

রোববার (২১ অক্টোবর) আদালতের অনুমতি নিয়ে এ রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গণফোরাম নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক।

বাংলানিউজকে তিনি বলেন, ২৩ অক্টোবর সমাবেশ করতে সিলেট পুলিশ কমিশনারের অনুমতি চাইলে তা নাকচ করা হয়।

পরে ২৪ তারিখের জন্য চাওয়া হয়, সেটাও মৌখিকভাবে নাকচ করেছে। তাই রোববার আদালতের অনুমতি নিয়ে নেয়ার পর রিটের বাদী হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ।

‘রিট আবেদনে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেন না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়াও সমাবেশ করতে দেওয়ার আবেদনও করা হয়েছে।  

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে সোমবার (২২ অক্টোবর) রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, সিলেটের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট পাঁচজনকে জনকে বিবাদী করা হয়েছে।

পরে আলী আহমেদ জানান, সমাবেশ গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা অধিকার থেকে বঞ্চিত করায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ইএস/এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।