ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

ঢাকা: পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।  

অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান ও মনজুর কাদের।

 

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।  

রাষ্ট্রপতির পক্ষে সলিসিটর জেসমিন আরা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮/আপডেট: ১৮১২ ঘণ্টা
এমআইএইচ/ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।