ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্বামী হত্যায় পরকীয়া প্রেমিকের ফাঁসি, স্ত্রীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
স্বামী হত্যায় পরকীয়া প্রেমিকের ফাঁসি, স্ত্রীর যাবজ্জীবন প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠিতে স্বামী হত্যার দায়ে পরকীয়া প্রেমিকের ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (১১ নভেম্বর) ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের খোকন হাওলাদার ও পারুল বেগম।

 

মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দিনগত রাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের নাসির উদ্দিনকে স্ত্রী পারুল বেগম ও তার পরকীয়া প্রেমিক খোকন হাওলাদার কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সোহরাব হাওলাদার বাদী হয়ে পরের দিন ৭ ফেব্রুয়ারি কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় এ ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মান্নান রসুল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমএস/আর‌আইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।