ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড ডেসটিনি

ঢাকা: ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। এছাড়াও মোহাম্মাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক মাহবুব রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।