ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাড্ডা লিংকরোড পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চলাচল নিয়ে রুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
বাড্ডা লিংকরোড পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চলাচল নিয়ে রুল

ঢাকা: রাজধানীর গুলশান-বাড্ডা লিংকরোডে পাকা বাঁধ না দিয়ে ও গুলশান-বাড্ডা লেকের ১৩৬-১৪৩ নম্বর ওয়াকওয়ে সংস্কার বা মেরামত না করে ওয়াটার ট্যাক্সি চলাচল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা চেয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের সম্পূরক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ নভেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
 
অন্তর্বর্তীকালীন আদেশে গুলশান-বাড্ডা লেক সংলগ্ন গুলশান-১ বরাবর ১৩৬-১৪৩ নম্বর রাস্তায় স্থায়ীভাবে পাকা বাঁধ নির্মাণ না করা পর্যন্ত গুলশান পুলিশ প্লাজার পেছন থেকে গুলশান-বাড্ডা লিংক রোড পর্যন্ত সব ওয়াটার ট্যাক্সি চলাচলে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


 
চার সপ্তাহের মধ্যে বিআইডব্লিউটি’র চেয়ারম্যান এবং ওয়াটার ট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠান করিম গ্রুপ, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ।
  
জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ।
 
আদালতে রিট আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
 
শুক্লা সারওয়াত পরে সংবাদিকদের বলেন, ‘পাকা বাঁধ না দিয়ে অবাধে ওয়াটার ট্যাক্সি চলাচলে লেকের পাড় যেমন ধসে যাচ্ছে, তেমনি লেকের ওয়াকওয়ে সংলগ্ন যেসব আবাসিক বা অনাবাসিক ভবন আছে সেগুলোও ঝুঁকির মধ্যে পড়ছে। এ কারণে রিট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।