ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

এক মামলায় বাবুল চিশতীর জামিনের প্রশ্নে রুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এক মামলায় বাবুল চিশতীর জামিনের প্রশ্নে রুল

ঢাকা: ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী) কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের এই রুল জারি করেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
 
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।  
 
আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শ ম রেজাউল করিম।

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, একশত উনষাট কোটি পঁচানব্বই লাখ উনপঞ্চাশ হাজার ছয়শত বিয়াল্লিশ টাকা স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং এর মাধ্যমে মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে মাহবুবুল হক চিশতির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
গত ১০ এপ্রিল দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারায় গুলশান থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন।
 
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।