ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৭-২৮ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৭-২৮ ফেব্রুয়ারি

ঢাকা: এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। 

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিয়ে গঠিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের নিয়ে গঠিত নীল প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মোট ২৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৭ জন প্রার্থী।

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে গাজী মো. শাহ আলম এবং সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান (রচি)।  

সিনিয়র সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার পদে আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), লাইব্রেরী সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক পদে মো: জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক পদে মো. উজ্জল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ুন কবির টগর।

সাদা প্যানেলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— এ,এইচ এম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ), আয়শা বিনতে আলী, হয়াথ আল মাহমুদ (ঝিকু), কাউসার হাসান, মাসুম মৃধা, মো. বাহারুল ইসলাম (বাহার), মো. হাসান আকবর আফজাল, মো. ইব্রাহিম হোসেন. মো. জুয়েল সিকদার, মো. মানুম মিয়া, মো: সব্বির হাসান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভরি আহম্মেদ (সজীব)ও তুসার ঘোস, 

নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন— সভাপতি পদে মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান।

সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে লুৎফর রহমান (আজাদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. ছাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোশেদা খাতুন শিল্পী, দপ্তর সম্পাদক পদে জুলফিকার আলী হায়দার (জীবন), ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম (আকাশ), সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান (রানা)।

নীল প্যানেলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— আজাহার উদ্দিন (রিপন), কাজী রওশান দিল আফরোজ, এম আর কে রাসেল, মো. বাবুল আক্তার (বাবু), মো. ইব্রাহিম (খলিল), ইকবাল মাহম্মুদ সরকার, মাহাদি হাসান জুয়েল, রাসেদুল ইসলাম (রাসেল), মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াছিন মিয়া, ফারাহানা আক্তার (লুবনা), নজরুল হক শুভ, শাহিন সুলতানা (খুকি) ও সাদেকুল ইসলাম ভুইয়া (জাদু)।

গত ৩১ জানুয়ারি বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।

২৫ ফেব্রুয়ারি প্রার্থীদের পরিচিতি সভা দুপুর ২টায়। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহন হবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ থাকবে।

ঢাকা আইনজীবী সমিতিতে আইনজীবীর সংখ্যা ২২ হাজার ২৪ জন হলেও বৈধ ভোটারের সংখ্যা ১৬ হাজার ১২৯ জন। এবার নতুন করে প্রায় ২ হাজার পাঁচশোর বেশি আইনজীবী তালিকাভুক্ত হয়েছেন। ফলে এবার ভোটারের সংখ্যা দাঁড়াবে প্রায় ১৯ হাজারে।

নিবাচন কমিশনাররা হলেন: হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, আনিসুর রহমান, হাজী মোহাম্মদ মহসীন, রফিকুল ইসলাম শেখ, সাইফুল ইসলাম হেলাল, মকবুল হোসেন, নজরুল ইসলাম শামীম, এ কে এম তৌহিদুর রহমান, হাফিজুর রহমান, মতিউর রহমান ভুইয়া, আব্দুল খালেক মিলন, আহম্মদ উল্লাহ আমান, সৈয়দ নজরুল ইসলাম, আনোয়ার শাহাদাত সাওন, বিনয় কুমার ঘোষ, আবুল কালাম আজাদ, শহীদ গাজী, শফিকুল ইসলাম এবং মোস্তফিজুর রহমান তালুকদার দিপু।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯  
এমএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।