ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা চার আসামি। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটেরে ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের দুলাল হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে জেলা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, সাবলু খান, রমজান আলী ও সোহেল রানা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল দুপুরে ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের নিজ ঘরে মোতালেব তালুকদারের ছেলে দুলাল হোসেনের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে ওই দিনই দুলালের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এরমধ্যে মামলা চলাকালীন সময়ে বিপ্লব হোসেন নামে এক আসামি মারা যান। মামলার দীর্ঘ শুনানি শেষে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বাকি চার আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।  

মামলাটির রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯/ আপডেট: ১৪৩৩ ঘণ্টা
এসআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।