ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে আইনজীবী সমিতির ২ ঘণ্টার কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
সিলেটে আইনজীবী সমিতির ২ ঘণ্টার কর্মবিরতি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা, ছবি: বাংলানিউজ

সিলেট: সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে দুইঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যরা। 

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় তারা হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরআগে ৩০ মার্চ জেলা আইনজীবী সমিতির সদস্য মো. বুরহান উদ্দীন সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সমিতির সম্মেলন কক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় সভায় বুরহান উদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়। পরে বুধবার দুইঘণ্টা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।