ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

মিয়ানমারের তিন জঙ্গির ১০ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
মিয়ানমারের তিন জঙ্গির ১০ বছরের কারাদণ্ড

ঢাকা: বিস্ফোরক আইনের একটি মামলায় মিয়ানমারের জঙ্গি সংগঠনের সক্রিয় তিন সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রোববার (২৮ এপ্রিল) ঢাকার চার নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- মো. নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত ও ওমর করিম।

এরমধ্যে ওমর করিম পলাতক রয়েছেন। তিনি মিয়ানমারের আকিয়া জেলার পাথরকিল্লাহ থানার পিফারাং গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

২০১৪ সালের ৩০ নভেম্বর রাতে লালবাগ থানার এতিমখানা রোডের ব্যাচেলর ব্যারাকের পশ্চিম পাশের ফুটপাত থেকে আসামি নূর হোসেন ও ইয়াসিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় ওমর করিমসহ আরও চারজন পালিয়ে যান। নূর হোসেন ও ইয়াসিরের সঙ্গে থাকা শপিংব্যাগের ভেতর থেকে পটাশিয়াম ক্লোরাইড ও আর্সেনিক ডাই সালফাইড জাতীয় বিস্ফোরক পাওয়া যায়।  

এ ঘটনায় ২০১৪ সালের ১ ডিসেম্বর উপ-পরিদর্শক (এসআই) এস এম রাইসুল ইসলাম লালবাগ থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন।  

মামলার এজাহারে বলা হয়, আসামিরা মিয়ানমারের নাগরিক ও তারা আরএসও, জিআরসি, এআরইউ এবং জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। তারা আন্তর্জাতিক ইসলামী উগ্রপন্থী সংগঠনের সাহায্যে বাংলাদেশে নাশকতা করার লক্ষ্যে জড়ো হয়েছিলেন।

২০১৫ সালের ৩ মার্চ এসআই মো. আব্দুল কাদের মিয়া মামলার তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলার বিচারকালে ট্রাইব্যুনাল নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএআর/একে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।