ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ব্র্যাক শিক্ষার্থী নিহত হওয়ার মামলায় চালক রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ব্র্যাক শিক্ষার্থী নিহত হওয়ার মামলায় চালক রিমান্ডে

ঢাকা: ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য নিহত হওয়ার মামলায় উবারের মোটরবাইক চালককে দুই দিনের ও কাভার্ডভ্যান চালকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ উবারের মোটরসাইকেল চালক মো. সুমন হোসেনকে দুই দিনের ও কাভার্ডভ্যান চালক আনিছুর রহমানকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।

গত ২৫ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য নিহত হন। লাবণ্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মোটরসাইকেলে রাইড শেয়ারিং ব্যবহার করে শ্যামলী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।