ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

শাহজাদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
শাহজাদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক তরুণী ধর্ষণের দায়ে রঞ্জু মিয়া (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রঞ্জু ওই উপজেলার জিগারবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ার পারভেজ লিমন বাংলানিউজকে জানান, রঞ্জু মিয়া তার প্রতিবেশী এক তরুণীকে (২০) প্রায়ই উত্ত্যক্ত করতেন। এরই একপর্যায়ে ২০০৫ সালের ২৩ ডিসেম্বর রাতে ওই তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। সেসময় ওই তরুণীর চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে রঞ্জুকে আটক করে।  

এ ঘটনায় ভুক্তভোগী  তরুণী বাদী হয়ে শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। তবে সাজাপ্রাপ্ত রঞ্জু পলাতক রয়েছেন বলে জানান এপিপি আনোয়ার পারভেজ লিমন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।