ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সংগীতশিল্পী মিলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
সাবেক স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সংগীতশিল্পী মিলা

ঢাকা: সংগীতশিল্পী মিলা নিজের দায়ের করা মামলায় সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (২২ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. শরিফ উদ্দিনের আদালতে এ সাক্ষ্য দেন। এদিন মামলার জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় আগামী ৩১ জুলাই (বুধবার) পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৪ জুন সংগীতশিল্পী মিলাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।  

এদিন মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির আদালতে উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা তার সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে ২০০২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১(গ) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ। পরে সানজারি এই মামলায় জামিন মুক্তি পান।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২২,২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।