ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিমকোর্ট প্রিমিয়ার লিগ উদ্বোধনে প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
সুপ্রিমকোর্ট প্রিমিয়ার লিগ উদ্বোধনে প্রধান বিচারপতি ব্যাট হাতে একটি বল মোকাবিলা করে লিগের উদ্বোধন করেন প্রধান বিচারপতি

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ (এসপিএল)’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এ ক্রিকেট লিগের উদ্বোধন করেন তিনি।

এসময় ব্যাট হাতে একটি বলও মোকাবিলা করেন প্রধান বিচারপতি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য বাড়বে। সারাদিন পেশাগত কর্মব্যস্ততার পর আইনজীবীদেরও রিক্রিয়েশন প্রয়োজন। রিক্রিয়েশনের ব্যবস্থা না থাকলে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়।

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও মুশফিক বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, এনএলএফ ল’ইয়াস সলিডারিটির সভাপতি অ্যাডভোকেট মো. আজহার উল্লাহ ভূঁইয়া, আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. আবদুল বাতেন ও মো. জসিম উদ্দিন, সহ-সম্পাদক কাজী শামসুল হাসান (শুভ) ও শরীফ ইউ আহমেদ, কোষাধ্যক্ষ মো. ইমাম হোসাইন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান চৌধুরী ও মোহাম্মদ শামীম সরদার।

উচ্চ আদালত প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ২৫টি দল অংশ নিচ্ছে। আটজনের প্রতিটি দলে পাঁচ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ লিগ চলবে ২৬ জুলাই পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।