ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

পেছালো খালেদার পেট্রোল বোমা হামলা মামলার চার্জ শুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
পেছালো খালেদার পেট্রোল বোমা হামলা মামলার চার্জ শুনানি

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা চালিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩১ জুলাই) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক এস মোহাম্মদ আলী এ দিন ধার্য করেন।

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং মামলাটিতে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় শুনানির জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

তারই পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় নূর আলম নামে একজন মারা যান। দগ্ধ হন আরও ৩১ জন।

পরদিন যাত্রাবাড়ী থানার এসআই কেএম নুরুজ্জামান খালেদা জিয়াকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ১৮ জন নেতাসহ ৫০ জনকে আসামি করে মামলা এ দায়ের করেন।  

৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট দায়ের করেন ডিবি পুলিশের এসআই বশির আহমেদ। এরপর ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়া সাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার (প্রয়াত), বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ,  মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।