ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে চার ডাকাতের যাবজ্জীবন, খালাস ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
সিলেটে চার ডাকাতের যাবজ্জীবন, খালাস ৬

সিলেট: সিলেটে চার ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় ৬ জনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের শ্রীঙ্গল উপজেলার তাপসী গ্রামের রতীস দাসের ছেলে রনজিত দাস (৩৫), একই উপজেলার শংকরসেনা গ্রামের মৃত হাতিব আলীর ছেলে ফুল মিয়া (৪৫), জেলার রাজনগর উপজেলার শাহপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. বাদল (৪০) একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুস শহীদ (৪০)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি আফজল হোসেন, রুমন, সুজন, সাইদুল, টুনু ও আবু বকরকে খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ আদালতের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপি এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালে সিলেটের বালাগঞ্জে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। পুলিশ এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। এ ঘটনায় দায়ের মামলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম পারভীন বেগম বাংলানিউজকে বলেন, ২০১৪ সালের ২৪ আগস্ট রাতে সিলেটের বালাগঞ্জে হামছাপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।

তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ অক্টোবর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে ১০ ডাকাতের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।

২০১৬ সালের ৬ জুন মামলার অভিযোগপত্র গঠন করে আদালতে বিচার কার্য শুরু হয়। মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯/আপডেট: ১৮১৫ ঘণ্টা
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।