ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন বিএনপির ৮ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন বিএনপির ৮ নেতা

ঢাকা: হাতিরঝিল থানা পুলিশের দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৮ শীর্ষ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। যার প্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দায়ের করা এই মামলার শুনানির সময় ধার্য করেন।

শুনানি শেষে মামলার রায় দেওয়া হবে বলে বাংলানিউজকে জানান ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এজেডআর/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।