ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

জাল রুপি রাখার দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
জাল রুপি রাখার দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড ছবি: প্রতীকী

ঢাকা: প্রায় ৮০ লাখ ভারতীয় জাল রুপি সংরক্ষণের দায়ে মোহাম্মদ ইমরান নামে পাকিস্তানি এক নাগরিককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইমরান পাকিস্তানের করাচির আব্দুল গাফফারের ছেলে মোহাম্মদ ইমরান।

তার পাসপোর্ট নম্বর বি-জেড ১২২৫৩০৩। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি কাতার এয়ারলাইন্সের ‘কিউআর-৬৩২’ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ইমরান। কিন্তু বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তারা তার গতিরোধ করেন। পরে তারা ইমরানের লাগেজ স্ক্যানিং করে প্রায় ৮০ লাখ ভারতীয় জাল রুপি পান। যা তখনকার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি দুই লাখ ৪০ হাজার টাকা। এরপর এসব জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

ঘটনার পরেরদিনই সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় ইমারানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

২০১৬ সালের ০৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালাহউদ্দিন হাওলাদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহমীনা আক্তার হাশেমী।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর  ০৫, ২০১৯
এমএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।