ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে অস্ত্র ব্যবসায়ীর ১৫ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
না’গঞ্জে অস্ত্র ব্যবসায়ীর ১৫ বছরের জেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের নাজমুল হক নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজমুল আড়াইহাজারের শরীয়তপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

তিনি বর্তমানে পলাতক রয়েছেন। আদালতে আত্মসমপর্ণ কিংবা পুলিশের গ্রেফতারের পর থেকে তারা সাজার মেয়াদ শুরু হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২১ মার্চ রাত ১২টার দিকে রূপগঞ্জ থানা এলাকার মোটেরঘাট ভূমি অফিসের পেছনে পরিত্যক্ত টয়লেটের পাশে ঝোপের মধ্যে বিক্রির জন্য দুনলা বন্দুক ও দু’রাউন্ড গুলি এবং একটি রামদা রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো করে। যা শাস্তিযোগ্য অপরাধ বলে প্রমাণিত হয়েছে।

মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেসমিন আক্তার পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।