ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আদালতে হাজির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আদালতে হাজির খালেদ মাহমুদ ভূঁইয়া, ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ফকিরাপুলের ইয়ংম্যান ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মাদক এবং অস্ত্র মামলায় রিমান্ড আবেদন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে তার রিমান্ড শুনানি হবে।

আরও পড়ুন>> ক্যাসিনোর মালিক খালেদের বিরুদ্ধে ৪ মামলা

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।