ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

চিকিৎসার জন্য ট্রাইব্যুনালে এক আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
চিকিৎসার জন্য ট্রাইব্যুনালে এক আসামির জামিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুরের নকলার এ কে এম আকরাম হোসেনকে চিকিৎসার জন্য জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা।

পরে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ময়মনসিংহে কোতোয়ালি থানার এক মামলায় আকরাম হোসেনকে ২০১৭ সালের ২৪ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় একই সালের ২২ মে আকরাম হোসেনকে গ্রেফতার দেখানো হয়।

তিনি বলেন, ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেনের হিপ জয়েন্ট ভেঙে যায়। অপারেশন হলেও সেখানে ইনফেকশন দেখা দেয়। গ্রেফতার অবস্থায় আদালতের আদেশে তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার হিপ জয়েন্টে অপারেশনের পরামর্শ দেন।

আব্দুস সাত্তার পালোয়ান বলেন, এ ধরনের বড় অপারেশন জেলখানায় থেকে করা সম্ভব নয় বলে আদালতে তার পক্ষে জামিন আবেদন করি। শুনানি শেষে আদালত তার চিকিৎসার স্বার্থে আইনজীবী ও ছেলের জিম্মায় এবং ঢাকায় অবস্থান করার শর্তে জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা বলেন, চিকিৎসার জন্য তাকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২৮ অক্টোবর মামলার পরবর্তী তারিখ আদালতকে তার অপারেশনের বিষয়ে জানাতে বলা হয়েছে।

এ মামলায় আকরামসহ চার আসামির বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা। পরে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।