ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় ২ দিনের রিমান্ডে লোকমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
মাদক মামলায় ২ দিনের রিমান্ডে লোকমান লোকমান হোসেন ভূঁইয়া/ছবি- শাকিল

ঢাকা: মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে মাদক মামলায় দু্ইদিনের রিমান্ড দিয়েছেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে এ রিমান্ডে দেওয়া হয়।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

পরে মাদক আইনে দায়ের হওয়া একটি মামলায় লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়।

লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও। র‌্যাব জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে লোকমান জানিয়েছেন, তিনি ক্যাসিনোর টাকা আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি এ কে এম মমিনুল হক ওরফে সাঈদের কাছে পাঠাতেন। সাঈদ বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।  

যুবলীগের এই নেতা আবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরও। তিনিও ক্যাসিনো-বাণিজ্যে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ আছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, বুধবাার রাতে লোকমানের মণিপুরী পাড়ার বাসায় অভিযান চালানো হয়। সেখানে পাঁচ বোতল বিদেশি মদ পাওয়া যায়। অনুমোদন ছাড়াই এই মদ অবৈধভাবে বাসায় রেখেছিলেন তিনি। তা ছাড়া তার মদপানের অনুমোদনও নেই। এ কারণে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এমএআর/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।