ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

যেসব পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড দেবে না বার কাউন্সিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
যেসব পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড দেবে না বার কাউন্সিল বার কাউন্সিল

ঢাকা: কোর্স ডিউরেশনের স্বল্পতা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকা এবং ‘ও’ লেভেলের পর ‘এ’ লেভেল না করে বিদেশি ল’ ডিগ্রিধারীদের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল।

এ সংক্রান্ত কাউন্সিলের একটি সভার সিদ্ধান্ত জানিয়েছে বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম। বুধবার (০২ অক্টোবর) তিনি বাংলানিউজকে বলেন, বার কাউন্সিলের সভায় রেজিস্ট্রেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

‘পুনঃরেজিস্ট্রেশন/রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে বার কাউন্সিলের সিদ্ধান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কিছু শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বার কাউন্সিলে পাঠালেও পরীক্ষান্তে দেখা যায় তাদের কোর্স ডিউরেশনের স্বল্পতা রয়েছে। যেমন-দুই বছরের পাস কোর্স এক বছরে শেষ করেছে, চার বছরের অনার্স কোর্স এক বছর বা দুই বছরে শেষ করেছে। যা নিয়ম বর্হিভূত। এমন পরীক্ষার্থীদের ব্যাপারে পুনঃরেজিস্ট্রেশন না দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ইউজিসি/শিক্ষা মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেছে, আবার কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসির ল’ প্রোগ্রাম অনুমোদন পাওয়ার আগে নিয়ম বর্হিভূতভাবে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, সেসব শিক্ষার্থীদের বার কাউন্সিল রেজিস্ট্রেশন দেবে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২৩-০৪-২০১৪ তারিখের বিজ্ঞপ্তি প্রসঙ্গে আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি সার্কুলার জারি করে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না মর্মে নির্দেশনা দেয়। এ নির্দেশনার আলোকে ২০১৪ সালের ২৩ এপ্রিলের পর সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি কোনো এলএলবি (অনার্স)  শিক্ষার্থীকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কার্ড দেবে না।

‘ও লেভেলের পর এ লেভেল না করে বিদেশি ল’ ডিগ্রিধারীদের পুনঃরেজিস্ট্রেশন/রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে বার কাউন্সিলের সিদ্ধান্ত’ শীর্ষক অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত মোতাবেক, দুই বছর মেয়াদি এসএসসি/ ও’ লেভেল/সমমানের পর দুই বছর মেয়াদি এইচএসসি/এ’লেভেল/সমমান পরীক্ষায় পাস না করে কোনো শিক্ষার্থী এলএলবি অনার্স প্রোগ্রামের সার্টিফিকেট দাখিল করলে তাকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অংশ গ্রহণের রেজিস্ট্রেশন কার্ড দেবে না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।