ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় দুই জনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় দুই জনের যাবজ্জীবন 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার নবাবগঞ্জের কান্দামাত্রা এলাকার খোসাই মণ্ডলের ছেলে দীপক মণ্ডল ও জগেস মল্লিকের ছেলে প্রভাত মল্লিক।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১১ জুলাই চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে যায় পাসপোর্টধারী যাত্রী দীপক মণ্ডল ও প্রভাত মল্লিক।

ভারতে প্রবেশের আগে ভ্রমণ প্রক্রিয়া কাজের সময় সন্দেহ হলে তাদের আটক করে দর্শনার স্থল ও শুল্ক কর্মকর্তারা। পরে ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

ওইদিনই দীপক ও প্রভাতকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম।

পরে একই বছরের ২৯ আগস্ট দীপক ও প্রভাতকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন।

এরপর সোমবার দুপুরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যাচাই বাছাই শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।