ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
পিরোজপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

পিরোজপুর: পিরোজপুরে ফেনসিডিল কেনাবেচার দায়ে মনিরুল ইসলাম মল্লিক  (৪০) নামে এক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও  ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ  মো. আব্দুল মান্নান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম মল্লিক খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের জব্বার মল্লিকের ছেলে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ নভেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপর পৌর শহরের কাপুরিয়াপট্টি এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মল্লিককে তার ভাড়া বাসা থেকে আটক করে। এসময় তার বাসা থেকে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।