ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

রেণুকে পিটিয়ে হত্যার প্রতিবেদন ২৫ ন‌ভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
রেণুকে পিটিয়ে হত্যার প্রতিবেদন ২৫ ন‌ভেম্বর রেণুকে পিটিয়ে হত্যার ফাইল ফটো।

ঢাকা: ছেলে ধরা সন্দেহে রাজধানীর উত্তর বাড্ডায় স্কুলের বাইরে তাসলিমা বেগম রেণু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ ন‌ভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ অ‌ক্টোবর) ওই মামলায় প্র‌তি‌বেদন দা‌খি‌লের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা তা দা‌খিল ক‌রেন‌নি। তাই ঢাকার মহানগর হাকিম জসিম উদ্দিন প্রতি‌বেদন দা‌খি‌লের জন্য নতুন ওই দিন ধার্য করেন।

 

চলতি বছরের ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে উত্তর বাড্ডা সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ের সাম‌নে তাসলিমা বেগম রেণুকে বেধড়ক পিটানো হয়। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় ৪০০/৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নিহত তাসলিমার ভাগ্নে নাসির উদ্দিন একটি হত্যা মামলা করেন।

নিহত রেণুর স্বজনদের দাবি, মেয়েকে স্কুলে ভর্তি করাবে বলে খোঁজ নিতে বাড্ডার একটি স্কুলে গিয়েছিলেন রেণু এবং সেখানে গণপিটুনির শিকার হন তিনি। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে বেশ কয়েকজনকে তখন আটকও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অ‌ক্টোবর ২৭, ২০১৯
‌কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।