ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘গুরুতর অসদাচরণে’ প্রসিকিউটর পদ থেকে অপসারিত তুরিন আফরোজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
‘গুরুতর অসদাচরণে’ প্রসিকিউটর পদ থেকে অপসারিত তুরিন আফরোজ

ঢাকা: শৃঙ্খলা ও পেশাগত আচরণভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারিত করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

তবে প্রজ্ঞাপনে তুরিন আফরোজের ‘শৃঙ্খলা ও পেশাগত আচরণভঙ্গ এবং গুরুতর অসদাচরণের’ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।