ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
খুলনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

খুলনা: খুলনায় সেতু ডায়াগনস্টিকের ম্যানেজার ইউনুস আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন।  

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো. সাব্বির হোসেন তপু।

এছাড়া আলামত ধ্বংসের অভিযোগে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রানা কবির, হাফিজুর রহমান, পঙ্কজ শীল। এসময় রানা কবির ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বাংলানিউজকে বলেন, খুলনায় ২০১১ সালের ১৩ জুন সাউথ সেন্ট্রাল রোডের সেতু ডায়াগনস্টিকে রাতে ম্যানেজার ইউনুস আলীকে গলাকেটে হত্যা করে এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহত ইউনুসের বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার এসআই মোস্তাক মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।