ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আসামির স্বজনদের সঙ্গে আইনজীবী সহকারীর মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আসামির স্বজনদের সঙ্গে আইনজীবী সহকারীর মারামারি মারামারির সময় পরনের কাপড় ছিড়ে যায় তাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) এক মামলায় জামিনের বিষয় নিয়ে বাদী ও তার আইনজীবীর সহকারীর সঙ্গে মারামারিতে জড়ালেন আসামির স্বজনরা। সিএমএম কোর্ট হাজতের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে একে অপরের জামাকাপড়ও ছিঁড়ে ফেলেন। দুই পক্ষই এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।

রোববার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিএমএম আদালত প্রাঙ্গণে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে উভয়পক্ষের মারামারি।

পরে বেলাল হোসেন নামে আসামির এক স্বজনকে পুলিশ থানায় নিয়ে যায়।

বেলাল হোসেন জানান, তার মামা মালেক গাজী অর্থ লেনদেন সংক্রান্ত এক মামলায় রোববার আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর নিচে নামলে আসামি পক্ষের আইনজীবীর সহকারী মাসুদসহ কয়েকজন তাদের ওপর হামলা করেন। এসময় বেলালের মোবাইল ফোন, নগদ ৬০ হাজার টাকা ও তার স্ত্রী শিল্পীর গলার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করেন। সঙ্গে থাকা অন্য নারীদেরও মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানান বেলাল হোসেন।

জানা যায়, মামলার বাদীর নাম লোকমান। তার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আসাদুল্লাহ আসাদ, তার সহকারীর নাম মাসুদ।  

আইনজীবীর সহকারী মাসুদ বাংলানিউজকে বলেন, জামিন মঞ্জুরের পর বাদীসহ আমরা বেরিয়ে আসি। তারা বেরিয়ে আসার পাঁচ মিনিট পর আমরা নামি। এসময় তারা আমার ও বাদীর ওপর হামলা করে। তারা বলে, জামিন ঠেকাতে পারলি না তো! আরও বিভিন্ন গালাগাল করে এবং আমি, বাদী ও আমার সঙ্গে থাকা একজনের ওপর হামলা করে। তারা আমাদের জামাকাপড় ছিড়ে ফেলে। আমরা এ বিষয়ে কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করবো।

জানতে চাইলে সিএমএম কোর্ট হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইনজীবীর সহকারী ও আসামিপক্ষ বিবাদে জড়িয়েছে বলে শুনেছি। জানা মাত্রই আমরা ফোর্স নিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বিস্তারিত বলতে পারবো না।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বেলাল হোসেন নামে একজন এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় এসেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কেআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।