ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মেহেন্দিগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
মেহেন্দিগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অপরাধে সুজন সিকদার (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার জালিত চর গ্রামের মৃত ধলু সিকদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটার (পিপি) ফয়জুল হক ফয়েজ জানান, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ঘুনিয়ার চর গ্রামে ১৪ বছরের কিশোরীকে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় পথরোধ করেন সুজন সিকদার। পরে ওই কিশোরীকে তুলে নিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় একই বছরের ২১ অক্টোবর কিশোরীর বাবা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ধর্ষক সুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।