ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
খুলনায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

খুলনা: খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের রিকশাচালক আবদুল আলী শেখ হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

আলী শেখ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত আসামি হলেন- ছলেমান গাজী, হাফিজ খান, জামাল শেখ, শওকত মোল্লা, আকতার শেখ, নেয়ামত শেখ ও মিন্টু ওরফে মন্টু।

এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটির পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- ফিরোজ গাজী, কামাল, শরিফুল, আবদুল অদুদ ও মাশিকুল ইসলাম চৌধুরী জয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহীন বাংলানিউজকে বলেন, ২০০৪ সালের ২৮ এপ্রিল সন্ধ্যায় লস্করপুর গ্রামের রিকশাচালক আবদুল আলী শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। পরে ৪ মে বিকেলে ভৈরব নদ থেকে আবদুল আলী শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই মিন্টু শেখ বাদী হয়ে ৭ মে তেরখাদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবু তাহের ১২ জনকে অভিযুক্ত করে ২০০৭ সালের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

এ পরিপ্রেক্ষিতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।