ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আপিল বিভাগে বসছে সিসি ক্যামেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আপিল বিভাগে বসছে সিসি ক্যামেরা

ঢাকা: প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে সিসি ক্যামেরা বসাতে যাচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ২/১ দিনের মধ্যেই এ ক্যামেরা বসানো হতে পারে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

তবে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানিকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নজীরবিহীন হট্টগোল করে বিএনপিপন্থী আইনজীবীরা। ফলে বিচার কাজে বিঘ্ন ঘটে। এই ঘটনার কয়েক দিনের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রশাসন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যদি সিসি ক্যামেরা বসানোর কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তবে সেটাকে স্বাগত জানাই। অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত।

খালেদা জিয়ার আইনজীবী বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হলে তাকে স্বাগত জানাই।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।