ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট চত্বরে আ’লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
সুপ্রিম কোর্ট চত্বরে আ’লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা: সু্প্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি চলছে। বাইরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভঅপতির কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এ বিক্ষোভ শুরু হয় এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

 

আরও পড়ুন>>সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা

এর আগে সকাল সোয়া ১০ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের ওপর শুনানি শুরু করেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা,  ডিসেম্বর ১২, ২০১৯
এমএইচ/এমএ           
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।