ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় বিক্রেতার ১২ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
মাদক মামলায় বিক্রেতার ১২ বছর কারাদণ্ড

বরিশাল: গাঁজা ও ফেনসিডিল রাখার দায়ে শাহ জাহান মোল্লা ওরফে সাজু নামে এক মাদকবিক্রেতাকে পৃথক ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১২ হাজার টাকা জরিমানাও  করা হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ।

দণ্ডপ্রাপ্ত শাহ জাহান মোল্লা ওরফে সাজু বাকেরগঞ্জ কলসকাঠি গ্রামের বাসিন্দা আয়নাল মোল্লার ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ মার্চ সাজুর বসত ঘরে অভিযান চালায় র্যাব-৮ এর একটি দল। এসময় তার বাসা থেকে ৯ কেজি গাঁজা ও ৩০ বোতল নেশা জাতীয় অ্যালকোহল জব্দ করা হয়। এ ঘটনায় পরের দিন র্যাবের ডিএডি শফিকুল আলম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ১৪ মে আদালতে চার্জশিট জমা দেন বাকেরগঞ্জ থানার এসআই কামাল পাশা।  
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক গাঁজা রাখার দায়ে ৭ বছর কারাদণ্ড, ৭ হাজার টাকা জরিমানা ও নেশা জাতীয় অ্যালকোহল রাখার দায়ে ৫ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘন্টা, জানুয়ারি ২২, ২০২০
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।